আরবি মাসের ক্যালেন্ডার ২০২৪ (হিজরি সন ১৪৪৬) Arbi maser Calendar
এখন হিজরী সন ১৪৪৫ চলমান। আমরা অনেক প্রযোজনেই আরবি ক্যালেন্ডার খুঁজে থাকি বিশেষকরে ইসলামিক উৎসব, ইবাদাত সহ নানান বিষয়ের সঠিক সময় জানার জন্য আরবি তারিখ অনেক গুরুত্বপূর্ণ আর সেটির জন্য প্রয়োজন আরবী ক্যালেন্ডার।
এই পোষ্টের মাধ্যমে আপনি আরবি ক্যালেন্ডারের বিস্তারিত জানতে পারবেন সাথে কোন মাসে কোন ইবাদাত সেবিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা পাবেন।
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৪
আমরা ইতিমধ্যেই জেনেছি যে, ইসলাম ধর্মের উৎসব/ইবাদাত সব চাঁদ দেখার উপর নির্ভর করে অর্থাৎ আরবি ক্যালেন্ডারের উপর নির্ভরশীল।
তাই আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানা এবং সেটি বুঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিচে আরবি মাসের ক্যালেন্ডার হলো। বলে রাখা ভালো যে আমাদের দেশে শুধুমাত্র আরবি ক্যালেন্ডার খুব কম পাওয়া যায়। যেটি পাও যায় সেতু হলো ইংরেজি, বাংলা ও আরবি তিনটির সমন্বয়।
এই ক্যালেন্ডার থেকে ইংরেজি তারিখের সাথে মিল রেখে খুব সহজে আমরা আরবি তারিখ দেখতে পারবো।
হিজরি ক্যালেন্ডার ১৪৪৬ PDF
সহজে তারিখ খুঁজে পেতে অথবা জানতে অনেকেই ক্যালেন্ডার নিজের মোবাইল ফোন বা ডিভাইসে সংরক্ষণ করে থাকেন ফলে ইন্টারনেট ব্যবহার না করেই সহজে তারিখ জানা যায়। আপনাদের সুবিধার জন্য এখানে আরবি মাসের ক্যালেন্ডার PDF file দেয়া হলো। আপনি নিচের দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।
আরবি ক্যালেন্ডারের ইতিহাস
আরবি ক্যালেন্ডার হল একটি চন্দ্র ক্যালেন্ডার যা ১২ মাস নিয়ে গঠিত। এটি ইসলামের ধর্মীয় পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং অনেক মুসলিম দেশে এটি আনুষ্ঠানিক ক্যালেন্ডার হিসাবেও ব্যবহৃত হয়। আরবি ক্যালেন্ডারটি চাঁদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং প্রতিটি মাস নতুন চাঁদ দেখার উপর ভিত্তি করে শুরু হয়।
হিজরী সনের প্রথম বছর শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দের ইসলামি নববর্ষের দিন থেকে। এই হিজরি সালের এই প্রথম বছরে মুহাম্মাদ (সাঃ) ও তার সাহাবিরা মক্কা থেকে ইয়াসরিবে (বর্তমানে মদিনা) দেশান্তরিত হন। ঘটনাটি ইসলামি পরিভাষায় হিজরত নামে পরিচিত হয়। ইসলামের তৃতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব হিজরি সন প্রত্যাবর্তন করেন।
আরবি ক্যালেন্ডারের মাসগুলি হল:
- মহররম
- সফর
- রবিউল আউয়াল
- রবিউস সানি
- জমাদিউল আউয়াল
- জমাদিউস সানি
- রজব
- শাবান
- রমজান
- শাওয়াল
- জিলকদ
- জিলহজ
আরবি ক্যালেন্ডার গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে প্রায় ১১ দিন ছোট, যা বেশিরভাগ দেশে ব্যবহৃত হয়। এর মানে হল যে আরবি ক্যালেন্ডার বছরের সময়ের সাথে সাথে ঘুরে বেড়ায়।
আরবি ক্যালেন্ডার ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে রমজান মাস, হজ্জ তীর্থযাত্রা এবং ঈদের ছুটি।
আরবি ক্যালেন্ডারের উৎসব & ইবাদাত সমূহঃ
ইসলাম ধর্মের সৌন্দের্য হলো যে এই ধর্মে যেটি উৎসব সেটিই ইবাদাত। সকল ইবাদাত ও উৎসব আরবি তারিখের উপর নির্ভর করে হয়ে থাকে। নিচে প্রধান কিছু ইসলামিক উৎসব/ইবাদাত এর তালিকা দেয়া হলো তারিখ উল্লেখ করে।
- আশুরাঃ ১০ই মহররম।
- ঈদ-ই-মিলাদুন্নবীঃ ১২ই রবিউল আউয়াল।
- শবে মি’রাজঃ রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়।
- শবে বরাতঃ শাবান মাসের ১৫ তারিখ।
- রমজানঃ রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত।
- ঈদ- ফিতরঃ শাওয়াল মাসের ১ তারিখ।
- হজ্জঃ জিলহজ মাসের ৯ তারিখ।
- ঈদুল আযহাঃ জিলহজ্ব মাসের ১০ তারিখ।