আজকে চাঁদের কত তারিখ? – চন্দ্র মাসের ক্যালেন্ডার দেখুন এখানে
|

আজকে চাঁদের কত তারিখ ২০২৫? – চন্দ্র মাসের ক্যালেন্ডার দেখুন এখানে

আমরা অনেকেই এটা ভেবে ভুল করি যে চাঁদের বা চন্দ্র তারিখ এবং আরবি মাসের তারিখ আলাদা কিন্তু আসলে এই দুটো একই জিনিস অর্থাৎ চাঁদের তারিখ এবং আরবি মাসের তারিখ একই। কারন আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই এই আরবি তারিখ ও চাঁদের তারিখ একই বিষয়।

ধর্মীয় সকল ইবাদাত আরবি মাস তারিখ অর্থাৎ চাঁদের তারিখের উপর নির্ভরশীল। সময়মত ইবাদাত পালন করা এবং ধর্মীয় জ্ঞান থাকার জন্য আমাদের চাঁদের মাসের হিসাব রাখা উচিত। তাই আমরা এখানে খুব সহজে কিভাবে তারিখ মনে রাখবেন সে বিষয়ে কথা বলবো।

ক্যালেন্ডার, মোবাইল আপ্স এর পাশাপাশি আমরা ইন্টারনেটে সার্চ করে চাঁদের তারিখ সহজে দেখতে পারি। চলুন আজ চাঁদের তারিখ দেখে নেই:

আজকে চাঁদের কত তারিখ?

আজ বৃহস্পতিবার

২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদের তারিখ এবং ক্যালেন্ডার

চন্দ্র মাসের তারিখ জানতে আপনি ক্যালেন্ডারের সাহায্যে নিতে পারবেন। আমাদের দেশে অনেক ক্যালেন্ডার পাওয়া যায় যেখানে বাংলা, ইংরেজি ও আরবি তারিখ দেয়া থাকে। আমরা ইংরেজি তারিখ সহজে মনে রাখতে পারি। তাই ইংরেজি মাস, তারিখের সাথে মিলিয়ে খুব সহজে আজ চাঁদের কত তারিখ দেখে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *